ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

যুবলীগ কর্মী খুনের অন্যতম আসামী সাইমুন গ্রেপ্তার ,হত্যায়,ব্যবহৃত চাকু উদ্ধার

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর যুবলীগ কর্মী তাপস হত্যাকান্ডের অন্যতম

আসামী সাইমুন প্যাদাকে (২০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ৩১মে

রবিবার ভোর রাত চারটায় ঢাকার বাবুবাজারের একটি কর্মজীবী হোষ্টেল

থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইমুন এ হত্যা মামলার তিন নম্বর আসামী।

এছাড়াও এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়

আরো তিনজনকে।

জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে পটুয়াখালীর জেলার অতিরিক্ত পুলিশ

সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঢাকা

থেকে গ্রেপ্তার করে সাইমুনকে। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার

দিবাগত রাত সাড়ে ১২টায় বাউফল পৌর শহরের ৫নং ওয়ার্ডের সাহাপাড়া

থেকে সনজিৎ সাহা ওরফে সুনু সাহার বাড়ির কাছের একটি ডোবা থেকে

ব্যবহত চাকুটি উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান,

সাইমুনকে সোমবার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া

হয়েছে।

উল্ল্যেখ গত ২৪ মে রবিবার দুপুর দুইটায় তোরণ নির্মাণকে কেন্দ্র করে

সাবেক চিফ হুইপ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসম ফিরোজের

সমর্থিত নেতা কর্মীদের সাথে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের

সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আসম ফিরোজ সমর্থিত যুবলীগ

কর্মী তাপস দাসকে (২৯) ধারালো অ¯্ররে আঘাতে গুরুতর জখম হয়। এ

ঘটনায় আহত হয় উভয় পক্ষের ১৫ নেতা কর্মী। ওই দিনই গুরুতর আহত অবস্থায়

তাপস ও ইমাম নামের আরেক যুবলীগ কর্মীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল

কলেজে হাসপাতালে পাঠালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই রাত সাড়ে

সাতটায় তাপসের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত তাপসের ভাই পংকজ দাস বাদী

হয়ে বাউফল থানায় বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলকে প্রধান

আসামী করে ৩৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ads

Our Facebook Page